News71.com
 International
 05 Apr 17, 11:03 AM
 196           
 0
 05 Apr 17, 11:03 AM

বিশ্ব জনসংখ্যা তহবিলে আমেরিকার অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত ভয়াবহ।। আন্তনিও গুতেরেস 

বিশ্ব জনসংখ্যা তহবিলে আমেরিকার অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত ভয়াবহ।। আন্তনিও গুতেরেস 

 

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের জনসংখ্যা তহবিল থেকে অর্থায়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আমেরিকা। জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস এই সিদ্ধান্তকে বিশ্বব্যাপী নারী ও কন্যা শিশুদের জন্য 'ভয়াবহ' বলে মন্তব্য করেছেন। বিশ্বের ১৫০টি দেশে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা রোধের মতো নানা কর্মকাণ্ড পরিচালনা করে জাতিসংঘের জনসংখ্যা তহবিল। এ বছর এই তহবিলে যুক্তরাষ্ট্রের দেয়ার কথা ছিল ৩২ মিলিয়ন ডলার।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যাওয়ার আগে বিভিন্ন তহবিলে অর্থ বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সেটা কার্যকরে প্রথম পদক্ষেপ নিয়েছেন তিনি। আন্তোনিও গুতেরেস বলছেন, এই সংস্থাটি বিশ্বব্যাপী যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সে সম্পর্কে একটি ভ্রান্ত ধারনার ভিত্তিতে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান, জর্জ বুশ এবং তার ছেলে জর্জ ডব্লিউ বুশের সময়েও জাতিসংঘের জনসংখ্যা তহবিলে অর্থ সহায়তা দেয়া বন্ধ রেখেছিল মার্কিন সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন