আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো স্টেশনে বিস্ফোরণকে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) রুশ স্বাস্থ্যমন্ত্রী ভেরোনিকা স্কভোর্টসোভার বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ হতাহতের সংখ্যা জানায়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, রাশিয়ার তদন্তকারীরা হামলাকারীকে মধ্য এশীয় বললেও তার জাতীয়তা নিশ্চিত করেনি। তবে তারা জানিয়েছেন, হামলাকারীর দেহাবশেষ পরীক্ষার মাধ্যমে তাকে শনাক্ত করা গেছে। তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ না করার কথা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
হামলায় মধ্য এশীয় দেশ কিরগিজস্তান বংশোদ্ভূত এক তরুণ জড়িত বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ওই তরুণ পরে রুশ নাগরিকত্ব গ্রহণ করেছে করে দাবি করেছেন তারা।
কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, এক আত্মঘাতী বোমারু সেন্ট পিটার্সবার্গের মেট্রো স্টেশনে ওই হামলা চালায়। কিরগিজ কর্তৃপক্ষ জানায়, সন্দেহভাজন হামলাকারীর নাম আকবারজান জালিলোভ। সে কিরগিজস্তানে জন্মগ্রহণকারী রুশ নাগরিক।