News71.com
 International
 04 Apr 17, 06:35 PM
 240           
 0
 04 Apr 17, 06:35 PM

শুধুমাত্র ক্ষমতার লোভে রাজনীতিতে আসিনি।। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

শুধুমাত্র ক্ষমতার লোভে রাজনীতিতে আসিনি।। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

 

আন্তর্জাতিক ডেস্কঃ গেরুয়া কাপড় পরি তো কী হয়েছে? মানুষে হিসেবে নেহাত মন্দ  নই। নিন্দুকরাই খালি নিন্দে করে বেড়ায়। মন্তব্য ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। আরএসএস–এর সাপ্তাহিক মুখপাত্র ‘অরগানাইজার’–কে দেওয়া সাক্ষাৎকারে তাকে নিয়ে প্রচলিত ধারণার বিরোধিতা করেছেন। বলেছেন, ‘আমার সমন্ধে মানুষের মনে অনেক ভুল ধারণা রয়েছে। গেরুয়া কাপড় পরি বলে নানা কথা বলা হয়। অনেকে দু’চক্ষে দেখতে পারেন না। আসলে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছতে পারছি বলেই তাদের হিংসা। এতদিন ধর্মনিরপেক্ষতার নামে দেশের সংস্কৃতির অপমান করে এসেছে তারা। সাধারণ মানুষ আমাকে সমর্থন করছে দেখে তাই ভয় পাচ্ছে।   

আদিত্যনাথের দাবি,শুধুমাত্র ক্ষমতার লোভে রাজনীতিতে আসিনি। উঁচু পদ পাওয়ার ইচ্ছেও নেই। দেশের নিরাপত্তা নিশ্চিত করাই এই সরকারের লক্ষ্য। গত ১৯ মার্চ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন ৪৪ বছরের যোগী আদিত্যনাথ। ক্ষমতায় এসে বেআইনি কসাইখানা বন্ধের নির্দেশ দিয়ে ইতিমধ্যে সমালোচনার মুখে পড়েছেন। তবে আগামি ২মাসের মধ্যে রাজ্যবাসী সুফল পাবেন  বলে দাবি তার। যার প্রথম পদক্ষেপ হিসেবে আগামি ১৪ দিনের মধ্যে আখ চাষীদের সমস্ত পাওনা মিটিয়ে দেবেন। আগামি ৬মাসের মধ্যে রাজ্যে নতুন ৫টি চিনি   কারখানা গড়ে উঠবে। অন্য রাজ্য থেকে আসা মানুষদের চিহ্নিত করে শিল্পক্ষেত্রে ৯০ শতাংশ চাকরির ব্যবস্থা করাও নাকি তার সরকারের লক্ষ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন