News71.com
 International
 04 Apr 17, 06:34 PM
 226           
 0
 04 Apr 17, 06:34 PM

আফগানিস্তানে পৃথক সংঘর্ষে ৭ জঙ্গি নিহত,আহত ১৯।।

আফগানিস্তানে পৃথক সংঘর্ষে ৭ জঙ্গি নিহত,আহত ১৯।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলে পৃথক ২টি সংঘর্ষে ৭জঙ্গি নিহত    অপর ১৯ জন আহত হয়েছে।  আজ মঙ্গলবার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গতকাল সোমবার বলখ প্রদেশের চিমতাল জেলার গুজার গ্রামে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে ব্যাপক সংঘর্ষে ৬ জঙ্গি নিহত ও ১৮ জন আহত হয়।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী মাজার-ই-শরিফ নগরীর চিমতালে তালেবান জঙ্গি গ্রুপ সংশ্লিষ্ট ২শতাধিক সশস্ত্র বিদ্রোহী সরকারি বাহিনীর কাছে  আতœসমর্পনের ২দিন পর সেখানে এ সংঘর্ষ হলো।

সামরিক বাহিনীর ওই বিবৃতিতে আরো বলা হয়, একই দিন পাশের কুন্দুজ প্রদেশে নিরাপত্তা ফাঁড়িতে শত্রু পক্ষের অপর এক হামলা নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রতিহত করে। এতে এক জঙ্গি নিহত ও অপর একজন আহত হয়।

এ ব্যাপারে এখন পর্যন্ত তালেবান গ্রুপের কোন মন্তব্য পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন