News71.com
 International
 04 Apr 17, 06:25 PM
 214           
 0
 04 Apr 17, 06:25 PM

আসন্ন ভারত সফরে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে শহীদ ৭ ভারতীয়ের স্বজনকে ক্রেস্ট দেবেন

আসন্ন ভারত সফরে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে শহীদ ৭ ভারতীয়ের স্বজনকে ক্রেস্ট দেবেন

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন ভারত সফরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণদানকারী সাত ভারতীয় স্বজনদের হাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সাত শহীদ হচ্ছেন, ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কা, মেজর অনুপ সিং, সেপাই অংশুয়া প্রসাদ, লে. সমীর দাস, স্কোয়াড্রন লিডার এ বি সামন্ত, ল্যান্স নায়েক মোহিনী রঞ্জন চক্রবর্তী ও সুবেদার মালকাত সিং।

ভারতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেন বলেন, ৮ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় দিল্লি ক্যান্টনমেন্টে মানেকশ সেন্টারে শেখ হাসিনা ৭১’ এ শহীদ ভারতীয় যোদ্ধাদের স্বজনদের হাতে সিলভার ক্রেস্ট ও ৫ লাখ টাকা করে তুলে দেবেন। নরেন্দ্র মোদিও উপস্থিত থাকবেন সে সময়। ফরিদ হোসেন বলেন, এটি অনেকটা টোকেন সম্মান প্রদর্শন। এরপর বিভিন্ন সময়ে বাকি শহীদের ১৬৬১ পরিবারকে ক্রেস্ট ও অর্থ তুলে দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন