আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের বৃহত্তম সামরিক হাসপাতালে জঙ্গি হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য দুই শীর্ষ জেনারেলসহ ১২ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) গোয়েন্দা সংস্থা স্পষ্টত ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করা হয়। গত মাসে কাবুলে সরদার দাউদ খান হাসপাতালে চিকিৎসকের ছদ্মবেশে বন্দুকধারীরা হামলা চালায়। ওই ভয়াবহ হামলায় প্রাণে বেঁচে যাওয়া অনেক স্টাফ এএফপিকে বলেন, হামলাকারীদের মধ্যে দুই ইন্টার্নসহ হাসপতালের ভেতরের অনেক লোক রয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে সামরিক গোয়েন্দা প্রধান এবং হাসপাতাল সহযোগিতার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা রয়েছে।মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ রাদমানিশ এএফপিকে বলেন, ‘হাসপাতালে জঙ্গি হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য তাদের বরখাস্ত করা হয়েছে।’ প্রসঙ্গত, এটি ছিল সামরিক বাহিনীর বৃহত্তম হাসপাতাল।