আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতি, ঘুষ গ্রহণ ও আরো কিছু অভিযোগের দায়ে গুয়াতেমালার সাবেক ফুটবল প্রধান ব্রায়ান জিমেনেজকে আজীবন নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে গণমাধ্যম ও মার্কেটিং স্বত্ব হিসেবে ব্যাপক অর্থ ঘুষ হিসেবে গ্রহণের বিষয়টি গত বছর যুক্তরাষ্ট্রের আদালতে স্বীকার করেছেন জিমেনেজ। গত বছর জানুয়ারিতে গুয়াতেমালা সিটিতে মদ্যপ অবস্থায় তাকে আটক করা হয় ও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।
এ সম্পর্কে ফিফা এথিক্স কমিটির এক বিবৃবিতে বলা হয়েছে, জিমেনেজকে জাতীয় ও আন্তর্জাতিক সব ধরনের ফুটবলীয় কর্মকান্ড থেকে আজীবন নিষিদ্ধ করা হলো। জানাগেছে গত ২০১৫ সালের ডিসেম্বরে কমিটি জিমেনেজর বিপক্ষে তদন্ত শুরু করে। তার একদিন আগে যুক্তরাষ্ট্রের আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্র ভিত্তিক আদালত ফুটবলে দূর্নীতির অভিযোগে প্রায় ৪০ ফুটবলার ও সংগঠকের বিপক্ষে অভিযোগের ইঙ্গিত দিয়ে আসছে।