News71.com
 International
 04 Apr 17, 06:06 PM
 210           
 0
 04 Apr 17, 06:06 PM

সিরিয়ায় বিষাক্ত গ্যাস হামলায় ১১শিশুসহ প্রাণ গেল ৫৮ জনের।।

সিরিয়ায় বিষাক্ত গ্যাস হামলায় ১১শিশুসহ প্রাণ গেল ৫৮ জনের।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইদলিব প্রদেশে সম্ভাব্য বিষাক্ত গ্যাস হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১১ জন শিশুও রয়েছে। আজ মঙ্গলবার ইদলিবের খান শেখন শহরে এই হামলায় আহত হয়েছেন আরও অনেকে। মনিটরি ও মেডিকেল কর্মকর্তাদের বরাত দিয়ে সুত্র এ খবর জানিয়েছে।

এদিকে, ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে সুত্র জানিয়েছে, সিরিয়ার সরকারী বাহিনী অথবা রাশিয়ান জেট এই হামলা চালিয়েছে। এরপরই শ্বাসরুদ্ধ হয়ে এসব মানুষের মৃত্যু হয়। তবে  হামলার বিষয়টা অস্বীকার করেছে সিরীয় সরকার। ইদলিবের স্বাস্থ্য অধিদফতর বলছে, গ্যাস হামলায় নিহতের সংখ্যা শতাধিক হতে পারে। এছাড়া আহত হতে পারে আরো শত শত মানুষ।

এদিকে, আন্তর্জামিক গণমাধ্যমের ছবিতে দেখা যাচ্ছে, গ্যাস হামলার পর শিশু ও প্রাপ্তবয়স্করা নিস্তেজ হয়ে পড়ে আছে। এদের অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন। অনেকের  মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক; এদের মধ্যে ১১ শিশু রয়েছে বলে জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন