News71.com
 International
 04 Apr 17, 05:55 PM
 251           
 0
 04 Apr 17, 05:55 PM

২ কোটি ১৭ লাখ টাকায় বিক্রি হল প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের লাল ফেরারি।।

২ কোটি ১৭ লাখ টাকায় বিক্রি হল প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের লাল ফেরারি।।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় ২ কোটি ১৭ লাখ টাকা বা ২ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়ে গেল মার্কিন প্রেসিডেন্টের লাল ফেরারি গাড়িটি! এফ৪৩০ মডেলের লাল ফেরারি গাড়িটি ২০১১ সালে খুব শখ করে কিনেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গত রবিবার প্রেসিডেন্টের সাধের সেই গাড়িটিই নিলাম হয়ে গেল।

গত রবিবার মিয়ামির ফোর্ট লওডারডেল সেন্টারে গাড়িটির নিলাম উপলক্ষে গাড়ি প্রেমিকরা হাজির হয়েছিলেন। সেখানেই ২ লাখ ৭০ হাজার ডলারে গাড়িটি এক ব্যক্তি কিনে নিয়েছেন বলে জানান অকশনস আমেরিকার মুখপাত্র অ্যামি ক্রিস্টি। তবে ক্রেতার নাম-পরিচয় গোপন রেখেছেন তিনি।

অ্যামি জানান, প্রেসিডেন্টের গাড়ি হওয়ার দরুণ গাড়িটি এখন সেলিব্রিটি পর্যায়ে পৌঁছে গিয়েছে। তা যদি না হত তা হলে তার অবস্থা এবং মাইলেজের উপর নির্ভর করে দাম ১ লাখ ২৫ হাজার- ১ লাখ ৭৫ হাজার ডলারের মধ্যে থাকত। ২০১১ সালে গাড়িটি কেনার পর থেকে মাত্র ২,৪০০ মাইল চালিয়েছেন ট্রাম্প। এখনও ৬ হাজার মাইল চলবে গাড়িটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন