News71.com
 International
 04 Apr 17, 05:32 PM
 213           
 0
 04 Apr 17, 05:32 PM

মসুল থেকে আইএস নেতা বাগদাদিকে বের করতে ১৭ আত্মঘাতী হামলা

মসুল থেকে আইএস নেতা বাগদাদিকে বের করতে ১৭ আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক : চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা ও স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদিকে ইরাকের মসুল শহর থেকে বের করে আনতে ১৭ টি আত্মঘাতী হামলা চালিয়েছিল সংগঠনটির যোদ্ধারা। গতকাল সোমবার (৩ এপ্রিল) এক জ্যেষ্ঠ কুর্দি কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মসুল থেকে বের হওয়ার একমাত্র পথটি ছিল শহরের পশ্চিমাংশে। তবে ওই এলাকাটি হাশদ আল শাবির নেতৃত্বাধীন শিয়া মিলিশিয়াদের দখলে ছিল। আর এটি দখলে নেওয়ার জন্য মরণপন লড়াইয়ের প্রয়োজন ছিল।

কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানির চিফ অব স্টাফ ফুয়াদ হুসেইন এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মসুল থেকে বের হওয়ার রাস্তাটি কয়েক ঘন্টার জন্য দখল পেতে আইএসআইএস মসুল ও সিরিয়ায় তাদের কয়েকটি ইউনিট ১৭ টি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়েছে।’

এই সেনা কর্মকর্তা জানিয়েছেন, তার ও অন্যান্য কুর্দি নেতাদের বিশ্বাস, হতাহতের সংখ্যা বেশি সত্বেও আইএস এ ধরণের বড় অপারেশন চালিয়েছে কেবল তাদের নেতা বাগদাদিকে নিরাপদে মসুল থেকে বের করে আনার জন্য। মসুলের পূর্বাংশ পতনের পর এবং ইরাকি বাহিনী ১৯ ফেব্রুয়ারি মসুলের পশ্চিমাংশে তাদের চূড়ান্ত আঘাত হানার আগেই বাগদাদিকে সরিয়ে নেওয়ার এই অপারেশন শেষ করেছে আইএস।

যুদ্ধের তীব্রতা বর্ণনা করতে যেয়ে ফুয়াদ হুসেইন বলেন, ‘ আইএস সিরিয়া থেকে তাদের ৩০০ যোদ্ধাকে ডেকে পাঠিয়েছিল এবং এটা ছিল ভয়াবহ যুদ্ধ।’ তিনি বলেন, ‘ আমি নিজে বিশ্বাস করি তারা বাগদাদিকে মুক্ত করতে সক্ষম হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন