আন্তর্জাতিক ডেস্কঃ আফগান আইএস দমনে দীর্ঘদিনের তিক্ততা ভুলে জোটে আসতে সম্মত হয়েছে পাকিস্তান, চীন ও রাশিয়া। কয়েক দশক ধরেই ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এ দেশগুলোর মধ্যে খানিকটা উত্তেজনা ছিল। তবে এবার আফগান আইএস দমনে জোট বাধঁতে যাচ্ছে তারা। এ ব্যাপারে সামরিক বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিদের বরাতে জানা যায়, পাকিস্তান শিগগিরই একটি আনুষ্ঠানিক সম্পর্কের দিকে এগোচ্ছে। তাদের মধ্যে সম্পর্কটা হবে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আফগান যুদ্ধের রাজনৈতিক সমাধান নিয়ে আসা। নাম না প্রকাশ করার শর্তে কর্মকর্তারা আরও জানায় পাকিস্তান, চীন ও রাশিয়া এই উপসংহারে এসে পৌঁছেছে যে আফগানিস্তানে যুদ্ধটা প্রলম্বিত রাখতে চায় যুক্তরাষ্ট্র। তাই আঞ্চলিকভাবে সমাধান করার জন্য চীন ও রাশিয়ার সাথে জোটবদ্ধ হতে হচ্ছে। ধারণা করা হচ্ছে ইরানও যোগ দিচ্ছে এই তালিকায়।
এদিকে, আফগান সমস্যা সমাধানের জন্য মস্কো এরই মধ্যে দুবার বসেছে পাকিস্তানি ও চীনা কর্তাব্যক্তিদের সাথে। এ মাসের শেষের দিকে তাদের মধ্যে একটি বড় আকারের মিটিং হতে পারে বলে জানা গেছে। প্রলম্বিত আফগান সমস্যা সমাধানে আঞ্চলিক কী কী পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে ঐকমত্যে আসার চেষ্টা করা হতে পারে।
উল্লেখ্য, বিভিন্ন প্রতিবেদনে জানা যাচ্ছে সিরিয়া থেকে কয়েক হাজার আইএস যোদ্ধাকে আফগানিস্তানে পাঠানো হয়েছে। পাকিস্তান, চীন ও রাশিয়া মনে করে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে আরও অস্থিতিশীল করার লক্ষ্যে এটা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ দেশগুলো সন্দেহ করছে এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে। চীন ও রাশিয়াকে কাউন্টার দেওয়ার জন্য আইএসকে প্রক্সি হিসেবে কাজে লাগানোর চেষ্টা চালানো হচ্ছে বলে মনে করছে এই দেশগুলো।