News71.com
 International
 04 Apr 17, 02:05 PM
 229           
 0
 04 Apr 17, 02:05 PM

চীনে আগুন নেভাতে গিয়ে ৪ অগ্নিনির্বাপক কর্মীর মর্মান্তিক মৃত্যু

চীনে আগুন নেভাতে গিয়ে ৪ অগ্নিনির্বাপক কর্মীর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলীয় সাংহাই প্রদেশে বনের আগুন নেভাতে গিয়ে অগ্নিনির্বাপক দলের চার সদস্য প্রাণ হারিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার (৪ এপ্রিল) এ কথা জানায়। সূত্র মতে, তাইগু এলাকার ওয়েনজিয়াজহুয়াং গ্রামে সোমবার এ অগ্নিকান্ড ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে টম্ব সুইপিং ডে উপলক্ষে চেং নামের এক গ্রামবাসী তার এক আত্মীয়ের সমাধিতে কাগজের নোট পোড়াতে গেলে বনে আগুন ছড়িয়ে পড়ে। লোকটিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

উল্লেখ্য, চীনে চলতি বছর টম্ব সুইপিং ডে ৪ এপ্রিল পালিত হচ্ছে। এ দিনে সাধারণত পরিবারের মৃত সদস্যদের প্রতি ধূপ ধুনো ও কাগজের নোট পুড়িয়ে সম্মান জানানো হয়। ফলে প্রায়ই এ ধরণের অগ্নিকান্ড ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন