আন্তর্জাতিক ডেস্কঃ গত ৫ থেকে ৭ বছর ধরে ভারতে অবৈধভাবে বসবাসকারী মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের চিহ্নিতকরণ করে তারপর তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারত সরকার। ১৪ ফরেনারস অ্যাক্ট অনুয়ায়ী রোহিঙ্গা মুসলিমদের আটক করে তাদের মিয়ানমারে প্রত্যর্পণ করতে চাইছে কেন্দ্র।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে খবর জম্মু-কাশ্মীরসহ ভারতে প্রায় ৪০ হাজার অবৈধ রোহিঙ্গা মুসলিম অবস্থান করছে। অভিযোগ নিজের দেশে অত্যাচারিত হওয়ার পর প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে তারা ভারতে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সীমান্ত, চিন ও মিয়ানমার সীমান্ত-মূলত ৩টি পথে তারা ভারতে প্রবেশ করেছে।
সূত্রে খবর ২০১২ সালে মিয়ানমারের রাখাইনে জাতি দাঙ্গার পর থেকে রোহিঙ্গা মুসলিমরা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে। ভারতের ব্যুরো অফ ইমিগ্রেশন (বিওল)-এর পরিসংখ্যান অনুযায়ী দেশটির মোট ১১ টি রাজ্যে রোহিঙ্গারা বসবাস করা শুরু করেছে। দেশটিতে সবচেয়ে রোহিঙ্গা উদ্বাস্ত রয়েছে মুসলিম অধ্যুষিত রাজ্য জম্মু-কাশ্মীরে, এই রাজ্যটিতে সাড়ে ৫হাজারেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে, যদিও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ধারনা রোহিঙ্গাদের গণনা শুরু হলে এই সংখ্যাটি প্রায় ১১ হাজারের কাছাকাছি হতে পারে।
অপরদিকে জাতিসঙ্ঘ মানবাধিকার কমিশনের অভিমত ভারতে প্রায় ১৪০০০ রোহিঙ্গা মুসলিম উদ্বাস্তু বসবাস করছে। কিন্তু জাতিসঙ্গের এই তথ্য মানতে নারাজ ভারত সরকার। গোটা ভারতে রোহিঙ্গাদের এই বাড়বাড়ন্তে দেশটির আভ্যন্তরীন নিরাপত্তা, জনবিন্যাসের দিক থেকে সত্যিই খুব উদ্বেগের।
ভারতে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গা মুসলিদের সংখ্যা, তাদের চিহ্নিতকরণ, আটক ও প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবারই দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন দেশটির স্বরাষ্ট্র সচিব রাজীব মেহর্ষি। বৈঠকে জম্মু-কাশ্মীরের প্রধান সচিব, রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জম্মু-কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত সচিব, বিএসএফ ও ইন্টেলিজেন্স ব্যুরোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।