News71.com
 International
 04 Apr 17, 10:41 AM
 219           
 0
 04 Apr 17, 10:41 AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৮৭৮৬ জনের হিটলিষ্ট প্রকাশ করল আইএস।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৮৭৮৬ জনের হিটলিষ্ট প্রকাশ করল আইএস।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ৮৭৮৬ জন মার্কিন নাগরিকের নাম ও ঠিকানা সম্বলিত একটি তালিকা প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে সম্পর্ক যুক্ত একটি হ্যাকার সংগঠন। চ্যালেঞ্জের সুরে হ্যাকার সংগঠনটি দাবি করেছে তারা এই তালিকায় থাকা সমস্ত ব্যক্তিদের হত্যা করবে। তালিকায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও। হ্যাকার গ্রুপটির নাম Pro-ISIS United Cyber Caliphate।

প্রকাশ করা হয়েছে একটি হুমকি ভিডিও। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে উল্লেখ করে বলা হয়েছে, ‘তোমাদের বিরুদ্ধে লড়াই জারি রাখব আমরা। তোমাদের আক্রমণ আমাদের আরও শক্তিশালী করে তুলছে। শীঘ্রই এক নতুন যুদ্ধের সূচনা হবে। তাই তাড়াতাড়ি সামনে আসব আমরা। ’

গত বছরের এপ্রিল মাসেই ৪৩ মার্কিন সরকারি কর্মচারীর একটি তালিকা প্রকাশ করেছিল আইএস। সেই তালিকায় ছিল শুধুমাত্র ফোন নম্বর ও পিন কোড নম্বর। ছিল না ঠিকানা। সংগঠনটি বলেছে, ‘আমেরিকা, তুমি আমাদের প্রকাশিত লক্ষ্য। এবার তোমার সিস্টেমও আমাদের হামলা আটকাতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন