আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি পাতাল রেল স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করেছে। এ ঘটনায় এশীয় বংশোদ্ভূত এক যুবক জড়িত বলে জানিয়েছে বিভিন্ন রুশ সংবাদমাধ্যম। গতকাল সোমবার (৩ এপ্রিল) বিস্ফোরণে অন্তত ৯জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে রাশিয়া রাষ্ট্রীয় তদন্ত কমিটি। এ ঘটনায় একটি সন্ত্রাসী হামলার মামলা দায়ের করা হয়েছে। তবে সম্ভাব্য সবগুলো কারণ খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।
ইন্টারফ্যাক্স জানিয়েছে, সিসিটিভি ক্যামেরায় বিস্ফোরণে জড়িত বলে এক ব্যক্তিকে শণাক্ত করা হয়েছে। ২৩ বছর বয়সী ওই সন্দেহভাজন হামলাকারী মধ্য এশীয় বশোদ্ভূত। তিনি উগ্রপন্থী ইসলামি মতবাদে সম্পৃক্ত। বিস্ফোরক দ্রব্যটি সন্দেহভাজন একটি ব্যাগে রেখে যায় বলেও জানায় ইন্টারফেক্স। এ ঘটনায় সেন্ট পিটার্সবার্গ কর্তৃপক্ষ তিন দিনের শোক ঘোষণা করেছে। আজ মঙ্গলবার থেকে এ শোক পালন শুরু হবে।এছাড়া সেন্ট পিটার্সবার্গের স্কুল কার্যক্রমও বাতিল করা হয়েছে।
রাশিয়ার জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কমিটি জানিয়েছেন, সেন্ট পিটার্সবার্গের আরেকটি স্টেশন প্লোশচাদ বস্তানিয়াতে আরেকটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর বিস্ফোরকটি নিষ্ক্রিয় করা হয়েছে। বিস্ফোরণের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গেই ছিলেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ফেসবুকে দেওয়া এক পোস্টেও একে ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করেন। তিনি জানান, হামলার পরপরই তদন্ত শুরু হয়েছে। সন্ত্রাসবাদ ছাড়াও হামলার সম্ভাব্য সব কারণ নিয়ে তদন্তকাজ পরিচালনা করবেন ।
অপরদিকে এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ‘সন্ত্রাসবাদসহ সম্ভাব্য সব কারণকে মাথায় রেখে তদন্ত চলবে। পুতিন বলেন, তদন্তই সব বলবে। সম্ভাব্য সব দিক মাথায় রেখে তদন্ত চালাব আমরা। তবে শুরুতেই আমরা দেখতে চাইব, হামলাটি সন্ত্রাসবাদী ধারার কিনা।’
রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি (বিমান পরিবহন কর্তৃপক্ষ) সবগুলো বিমানবন্দরে অতিরিক্ত সতর্কতা পালনের নির্দেশ দিয়েছে। এদিকে, এ হামলার জেরে ফ্রান্স নিজেদের সীমান্ত ও গণপরিবহনগুলোতে সতর্কতা জারি করেছে।
এ হামলার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, সে সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য প্রকাশিত হয়নি। কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, আত্মঘাতী হামলাকারীর দেহাবশেষ শনাক্ত করা সম্ভব হয়েছে। একজন নারীও এ হামলায় জড়িত থাকতে পারে বলেও স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে।
এদিকে, এ ঘটনাকে ‘ভয়ানক ঘটনা’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্ফোরণের খবর পেয়ে হোয়াইট হাউসে এক অনুষ্ঠান চলাকালে তিনি এমন মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিক্কি হ্যালে বলেছেন, উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশ রাশিয়ার পাশে রয়েছে। রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ-এর কাছে পাঠানো এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদ্রিম। এ সময় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ বিস্ফোরণের ঘটনায় টুইটারে দেওয়া এক পোস্টে নিহতদের প্রিয়জন এবং রাশিয়ার জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ন্যাটো মহাসচিব জিন্স স্টোলটেনবার্গ। প্রসঙ্গত, ৩ এপ্রিল ২০১৭ সোমবারের ওই হামলার ঘটনায় নিহত হয়েছেন ১১ জন। আহত হয়েছেন ৪৫ জন।