News71.com
 International
 04 Apr 17, 10:07 AM
 209           
 0
 04 Apr 17, 10:07 AM

ভারতে পশ্চিমবঙ্গের কৃষকদের জমির খাজনা মাফ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।।   

ভারতে পশ্চিমবঙ্গের কৃষকদের জমির খাজনা মাফ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।।   

 

আন্তর্জাতিক ডেস্কঃ কৃষকদের জমির খাজনা মাফ করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল সোমবার খড়্গপুরে প্রশাসনিক বৈঠকের সভায় মুখ্যমন্ত্রী বলেন, নোট বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলার কৃষকরা। তাই তাদের আর চাষের জমির খাজনা দিতে হবে না। এ মাস থেকে এ নির্দেশ কার্যকর করা হবে। এর ফলে বছরে রাজ্য সরকারের রাজস্ব ক্ষতি হবে ২০০ কোটি টাকা। কিন্তু বাংলার কৃষকের পাশে দাঁড়াতে রাজ্য সরকার এই ক্ষতি স্বীকার করবে। তিনি বলেন, রাজ্য সরকার কৃষকদের জন্য খাজনা মাফ করল। কেন্দ্র এবার করে দেখাক।

এদিন দুপুর মুখমন্ত্রী হেলিকপ্টারে খড়্গপুর আসেন। পূর্ত দপ্তরের বাংলোয় প্রশাসনিক সভা হয়। সেখানে মুখমন্ত্রী নার্সিংহোমগুলির উদ্দেশ্যে বলেন, এই জেলায় ১১৩টি নার্সিংহোম রয়েছে। ব্যবসা করছে। কিন্তু অনেকগুলো সরকারি নিয়মকানুন মানছে না। স্বাস্থ্য দপ্তরের কর্তারা পরিদর্শনে গিয়েছিলেন। তারা সহযোগিতা করেনি। তাদের পরিকাঠামোগত ঘাটতি রয়েছে। জেলা প্রশাসনকে বলা হয়েছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে।

এদিন মুখমন্ত্রী ১৫৯টি প্রকল্পের শিলান্যাস করেন। ১৪১টি প্রকল্পের উদ্বোধন করেন। প্রশাসনিক সভা থেকে ১১ হাজার মানুষকে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। ছিলেন সাংসদ সন্ধ্যা রায়, উমা সরেন, জেলার সব বিধায়ক, মুখ্য সচিব বাসুদেব ব্যানার্জি, রাজ্য ও জেলার প্রশাসনিক কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন