News71.com
 International
 03 Apr 17, 10:16 PM
 238           
 0
 03 Apr 17, 10:16 PM

এবার ইউরোপের বাজারে রফতানি হবে ভারতীয় টাটা মটরসের তৈরী রোবট।।

এবার ইউরোপের বাজারে রফতানি হবে ভারতীয় টাটা মটরসের তৈরী রোবট।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের বাজারে রফতানি হতে যা্চ্ছে ভারতীয় প্রতিষ্ঠান টাটা মটরসের তৈরি রোবট। সম্প্রতি দেশটির সর্বপ্রথম মেড-ইন-ইন্ডিয়া BRABO রোবটটি ইউরোপে পণ্যটি রফতানির CE সার্টিফিকেশন লাভ করেছে বলে জানিয়েছে টাটা মটরসের অধীনস্ত সংস্থা TAL ম্যানুফ্যাকচারিং। ফলে আগামী দিনে ইউরোপের বাজারে এই রোবট বিক্রি করতে আর কোনও বাধা থাকল না। গত ২০১৬ সালের মেক ইন ইন্ডিয়া উইকে প্রথম আত্মপ্রকাশ ঘটে BRABO-র। সাশ্রয়ী এই রোবট অতিক্ষুদ্র, ছোট এবং মাঝারি মাপের উদ্যোগেকে স্বয়ংক্রিয় করতে সাহায্য করবে।

ইউরোপের ক্রেতা এবং বাজারের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে BRABO-কে। ইউরোপের স্বাস্থ্য, সুরক্ষা এবং পরিবেশ আইনকে মাথায় রেখেই তৈরি হয়েছে বিশেষ ক্ষমতা সম্পন্ন রোবটটি। TAL ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সলিউশনস লিমিটেডের সিওও অমিত ভিংগার্দে জানিয়েছেন, ‘CE সার্টিফিকেশন পাওয়ার পর BRABO-র বেঞ্চমার্ক আরও বেড়ে গেল। আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে স্বয়ংক্রিয়তা বাড়াতে সাহায্য করবে এই রোবট। এতে একদিকে যেমন বাঁচবে ম্যান পাওয়ার তেমনই আরও উন্নতমানের পরিষেবা দেওয়া সম্ভব হবে অনেক কম সময়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন