News71.com
 International
 03 Apr 17, 09:44 PM
 231           
 0
 03 Apr 17, 09:44 PM

যুক্তরাজ্যে কারাগারে উগ্রবাদ ঠেকাতে সন্ত্রাসবিরোধী নতুন বাহিনী

যুক্তরাজ্যে কারাগারে উগ্রবাদ ঠেকাতে সন্ত্রাসবিরোধী নতুন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে কারাগারগুলোতে উগ্রবাদের বিস্তার ঠেকাতে নতুন একটি সন্ত্রাসবিরোধী বাহিনী গঠন করেছে যুক্তরাজ্য। সোমবার (৩ এপ্রিল) ১০০ সদস্যের এই শক্তিশালী বাহিনী গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এই বাহিনী কারাকর্মীদের প্রশিক্ষণ দেবেন উগ্রপন্থা থেকে বন্দিদের ঠেকানো ও বিপজ্জনক বন্দিদের কীভাবে মোকাবিলা করা হবে।

যুক্তরাজ্যের কারামন্ত্রী স্যাম গিইমাহ বলেন, উগ্রপন্থা আমাদের সমাজ ও জনগণের নিরাপত্তার জন্য হুমকি। কারাগারের ভেতরে উগ্রপন্থায় আকৃষ্ট হওয়া ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ হওয়াটা সঠিক। এর ফলে আমাদের কঠোর পরিশ্রমকারী কর্মীরা কারাগার ও সমাজকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারবেন। কারামন্ত্রী বলেন, এই নতুন টিম বন্দিদের দ্বারা সন্ত্রাসবাদের হুমকি বেলায় আমাদের গুরুত্বপূর্ণ সহযোগিতা করবে। উগ্রবাদী কর্মকান্ড ঠেকিয়ে দিয়ে আমাদের কারাগার ও জনগণকে নিরাপদ রাখবে।

মন্ত্রী জানান, এই স্কোয়াডের কৌশলগত কেন্দ্র হবে লন্ডনে। যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে থাকবেন একাধিক বিশেষজ্ঞ। ২০১৬ সালের নভেম্বরে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের ভিত্তিতে এই বাহিনী গড়ে তোলা হয়েছে। এই নতুন বাহিনী যৌথভাবে যুক্তরাজ্যের কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। পুলিশ ও অপর আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন