আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো স্টেশনে বিস্ফোরণকে কারণ দেখিয়ে দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (৩ এপ্রিল) রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ ভ্রমণ সতর্কতা দেওয়া হয়। বলা হয়, মার্কিন নাগরিকদের বিস্ফোরণের এলাকাগুলো এড়িয়ে চলা উচিত।
উল্লেখ্য, সোমবার (৩ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো স্টেশনে হামলা হয়। ওই হামলায় এখন পর্যন্ত ১০ নিহত ও ৫০ জন আহত হওয়ার খবর জানিয়েছে রাষ্ট্রীয় রুশ সংবাদমাধ্যম আরটিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এ ঘটনার পর নিজস্ব নাগরিকদের জন্য সতর্কতা জারি করে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা নিশ্চিত করুন; স্থানীয় ইভেন্টগুলোসহ আশেপাশে কী হচ্ছে সে ব্যাপারে সজাগ থাকুন; এবং সর্বশেষ তথ্য জানতে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দিকে খেয়াল রাখুন। উচ্চ পর্যায়ের সতকর্তা অবলম্বন করুন এবং ব্যক্তিগত নিরাপত্তা বাড়াতে যথাযথ ব্যবস্থা নিন।