নিউজ ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে জঙ্গিদের হামলায় নিরাপত্তা বাহিনীর চার সদস্যের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩ এপ্রিল) তাদের বহন করা গাড়িতে হামলা চালালে এ প্রাণহানি ঘটে বলে জানিয়েছে আফগান নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা। এদিকে গত শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, আফগানিস্তানে জাতীয় নিরাপত্তা বাহিনীর দিনব্যাপী অভিযানে ২৭ জঙ্গি নিহত হয়েছে।
প্রাত্যহিক অভিযানের সর্বশেষ তথ্য জানাতে দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার শত্রুদের কাছ থেকে বিভিন্ন এলাকা মুক্ত করতে আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর (এএনএসএফ) চালানো গত ২৪ ঘন্টার সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে ২৭ সশস্ত্র জঙ্গি নিহত ও আরো ছয়জনকে আটক করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনীর এ অভিযানে ১৭ জঙ্গি আহত হয়। দেশের ৩৪ প্রদেশের মধ্যে ১১ টিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তিনটি মটরসাইকেলসহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। তবে জঙ্গিদের বিরুদ্ধে এ সামরিক অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর কোন সদস্য হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।