News71.com
 International
 03 Apr 17, 07:22 PM
 173           
 0
 03 Apr 17, 07:22 PM

ট্রাম্পের জামাতা ও শীর্ষ সহকারী জারেড কুশনারের ইরাক সফর প্রত্যাহার ।।

ট্রাম্পের জামাতা ও শীর্ষ সহকারী জারেড কুশনারের ইরাক সফর প্রত্যাহার ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং শীর্ষ সহকারী জারেড কুশনারের ইরাক সফর প্রত্যাহার করে নেয়া হয়েছে, সুত্র জানিয়েছে দেশটির সরকারী কর্মকর্তাদের বরাত দিয়ে। বলা হয়েছে, সতর্কতার কারণে এ  সফর সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত বাতিল করে নেয়া হয়। এর আগে, গতকাল রোববার মার্কিন প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এ সপ্তাহেই কুশনার জয়েন্ট চীফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোয়ি ডানফোর্ডের সঙ্গে ইরাক সফর করবেন। তিনি তাকে এ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তবে কুশনারের এ ইরাক সফরের ব্যাপারে তাৎক্ষণিকভাবে আর কিছু না জানালেও ধারণা করা হচ্ছিলো, ইসলামি স্টেট গ্রুপের বিরুদ্ধে যুদ্ধের বিষয় নিয়েই তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিলো।

ইরাকে আইএস’র বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক জোটের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত মাস থেকে আন্তর্জাতিক এ জোট মসুলের পশ্চিমে তুমুল লড়াই করে আসছে। এরফলে এ অঞ্চল থেকে নিরাপত্তার জন্য ২ লাখেরও বেশী বেসামরিক লোক পালিয়ে গেছে। সরকারি পদে দায়িত্ব পালনে এর আগে কোনো অভিজ্ঞতা না থাকলেও কুশনার ওয়াশিংটনে ক্ষমতাধর ব্যক্তিবর্গের অন্যতম বিবেচিত হচ্ছেন। তিনি হোয়াইট হাউজের একজন সিনিয়র উপদেষ্টা হওয়ায় অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির ওপর তার যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।

এছাড়াও তার স্ত্রী ইভাঙ্কাও প্রেসিডেন্ট পিতা ট্রাম্পের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গত সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজের সরকারী কর্মী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে হোয়াইট হাউজে নিয়মিতভাবে ইভাঙ্কার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন