News71.com
 International
 03 Apr 17, 07:14 PM
 182           
 0
 03 Apr 17, 07:14 PM

কলম্বিয়ায় জাহাজ ভর্তি শতাধিক টন কোকেন আটক

কলম্বিয়ায় জাহাজ ভর্তি শতাধিক টন কোকেন আটক

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন দেশ কলম্বিয়ায় জাহাজে বোঝাই করা অবস্থায় শতাধিক টন কোকেন উদ্ধার করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা দফতরের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির ইতিহাসে এটি তৃতীয় বৃহত্তম কোনও চোরাচালান ঠেকিয়ে দেওয়ার ঘটনা।

রয়টার্স জানিয়েছে, জাহাজটি স্পেনে ভিড়বার কথা ছিল। এতে থাকা কোকেনের দাম ২শ’ মিলিয়ন ইউরো বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, গত বছর কলম্বিয়ায় ৩৭৮ টন কোকেন উদ্ধার করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন