News71.com
 International
 03 Apr 17, 07:12 PM
 171           
 0
 03 Apr 17, 07:12 PM

চীনের মধ্যাঞ্চলে নর্দমার কূপে পড়ে ৪ ব্যক্তির প্রাণহানি

চীনের মধ্যাঞ্চলে নর্দমার কূপে পড়ে ৪ ব্যক্তির প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুনান প্রদেশে নর্দমার কূপে পড়ে একটি খাবার কোম্পানীর চার শ্রমিকের মৃত্যু ও অপর একজন আহত হয়েছে। আজ। সোমবার (৩ এপ্রিল) স্থানীয় সময় বেলা ১১টা ৩৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানিটির এক পরিচ্ছন্নতাকর্মী জিয়াংঝিং নগরীতে নর্দমার কূপে পড়ে গেলে তার তিন সঙ্গী তাকে রক্ষা করতে গিয়ে কূপে পড়ে যায়। পরবর্তীতে চতুর্থ সঙ্গী তাদেরকে সেখান থেকে টেনে তুলতে ব্যর্থ হয়।

স্থানীয় জনসংযোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় চার ব্যক্তি বিষ ক্রিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারায়। যে শ্রমিক কূপে প্রবেশ করেনি সে আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন