News71.com
 International
 03 Apr 17, 06:44 PM
 435           
 0
 03 Apr 17, 06:44 PM

কঠিন রোগে আক্রান্ত ৩ বাংলাদেশিকে চিকিৎসার জন্য বিনা মূল্যে টিকিট দিল এয়ার ইন্ডিয়া

কঠিন রোগে আক্রান্ত ৩ বাংলাদেশিকে চিকিৎসার জন্য বিনা মূল্যে টিকিট দিল এয়ার ইন্ডিয়া

নিউজ ডেস্ক : জন্ম থেকেই জটিল স্নায়ুর রোগে ভুগছে ২৪ বছরের আবদুস, ১৪ বছরের রাহিনুল ও ৮-এর সোরাব। এই রোগের নাম ডুসেন মাসকুলার ডিসট্রফি, স্নায়ুর এই রোগে ধীরে ধীরে ক্ষয় হয় পেশি, বেশিরভাগ রোগীই ৩০ বছরের বেশি বাঁচেন না। বাংলাদেশের গ্রাম মেহেরপুরের ফল বিক্রেতা তোফাজ্জল হোসেনের সাধ্য ছিল না, দুই ছেলে ও নাতি সোরাবের চিকিৎসা করেন। তাই তাদের জন্য স্বেচ্ছামৃত্যুর আবেদন করেন তিনি। সে কথা জানতে পারেন মুম্বইয়ের নিউরোসার্জন অলোক শর্মা। এ ধরনের রোগের চিকিৎসা হয় মুম্বইয়ের এক প্রতিষ্ঠানে, সেখানেই ওই তিন বাংলাদেশি নাগরিককে নিয়ে আসার প্রস্তাব দেন তিনি।

হতদরিদ্র ওই তিন রোগীর বিনামূল্যে বিমান সফরের ব্যবস্থা করার জন্য আবেদন যায় এয়ার ইন্ডিয়ার কাছে। ভারতের আকাশের মহারাজা এই আবেদনে সাড়া দেয়। সেইমতো, গতকাল সন্ধের উড়ানে বিনা মূল্যে কলকাতা থেকে মুম্বই পৌঁছেছে আবদুস, রাহিনুল ও সোরাব, একই সুবিধে পেয়েছেন তাদের ৩ সহকারী। চিকিৎসার পর সম্পূর্ণ বিনা খরচে আবার কলকাতায় পৌঁছে দেওয়া হবে তাদের। বিমানে কলকাতা আসার সামর্থ্য না থাকায় আবদুসরা অবশ্য ট্রেনে, বাসে উপস্থিত হয় কলকাতায়। সেখান থেকে মুম্বইয়ের উড়ান ধরে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন