News71.com
 International
 03 Apr 17, 06:35 PM
 183           
 0
 03 Apr 17, 06:35 PM

ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ করল সিঙ্গাপুর কতৃপক্ষ

ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ করল সিঙ্গাপুর কতৃপক্ষ

 

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় ভারতীয় পেশাদারদের এইচওয়ানবি ভিসা পাওয়ার সমস্যা নিয়ে তুমুল আলোচনা চলছে। এরই মধ্যে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের ভিসার সংখ্যা লক্ষণীয়ভাবে কমিয়ে দিয়েছে সিঙ্গাপুর।সিঙ্গাপুরের ভারতীয় সংস্থাগুলিকে তারা পরামর্শ দিচ্ছে স্থানীয়দের চাকরি দিতে। ফলে সে দেশ ছেড়ে পাততাড়ি গোটাচ্ছে একের পর এক সংস্থা। এইচসিএল, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, কগনিজ্যান্ট, এল অ্যান্ড টি ইনফোটেক- সবাই ছেড়ে যাচ্ছে সিঙ্গাপুর।

ন্যাসকম সভাপতি আর চন্দ্রশেখর জানিয়েছেন, গত বছরের শুরু থেকে মারাত্মক বেড়ে গিয়েছে এই ভিসা সমস্যা। সব ভারতীয় সংস্থাকে সিঙ্গাপুর সরকার চাপ দিচ্ছে স্থানীয়দের চাকরি দিতে। ফলে ভারতীয় পেশাদাররা ও দেশে চাকরি প্রায় পাচ্ছেনই না। বিশেষ করে সমস্যা দেখা দিয়েছে তথ্যপ্রযুক্তি ও ব্যাঙ্কিং ক্ষেত্রে।

দিল্লিও অভিযোগ করেছে, বাণিজ্য চুক্তি লঙ্ঘন করা হচ্ছে। ফলে কমপ্রিহেনসিভ ইকনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট বা সিইসিএ-র পূনর্মূল্যায়ন স্থগিত রেখেছে তারা। জানিয়ে দিয়েছে, যতদিন না দেশের শিল্পমহলের এই সমস্যা মেটানো হচ্ছে, ততদিন সিঙ্গাপুর থেকে আমদানিকৃত জিনিসপত্রের ওপর শুল্ক কমানোর বিষয়টি স্থগিত থাকবে।

সিঙ্গাপুর অবশ্য দাবি করেছে, মাপকাঠিতে ঠিকমত না উতরোনোয় ভারতীয় পেশাদারদের ভিসাদান কার্যত বন্ধ করেছে তারা। কিন্তু ভারত জানিয়েছে, দু’দেশের বাণিজ্য চুক্তি অনুযায়ী এভাবে মাপকাঠি দর্শানোর কোনও কারণই নেই। এভাবে চুক্তি লঙ্ঘন করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন