আন্তর্জাতিক ডেস্ক : প্লাস্টিক ডিম’ সংক্রান্ত আশঙ্কার পরিপ্রেক্ষিতে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, ‘নিশ্চিতে ডিম খান। বাংলায় উত্পাদিত ডিম চুটিয়ে খান অসুবিধা নেই। রাজ্যের উত্পাদিত ডিমে কোনও অভিযোগ নেই। এ রাজ্যে উত্পাদিত ডিমে লেখা থাকবে বাংলার ডিম’। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, ‘আদৌ প্লাস্টিকের ডিম হয় কি? পোল্ট্রি ফাউন্ডেশনের লোকেরা বলল, প্লাস্টিকের ডিমের দাম বেশি। তাহলে কেনও একই দামে ওই ডিম বিক্রি হবে?’
প্লাস্টিক ডিম নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, প্ল্যাস্টিকের ডিমের গুজব কে রটিয়েছে? এ সম্পর্কে তদন্ত করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, গুজব ছড়ালে বরদাস্ত করা হবে না।