আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়া উপকূল থেকে ভারতের একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই হয়েছে বলে জানিয়েছেন এ বিষয়ে কাজ করা সাবেক এক কর্মকর্তা। জাহাজটিতে ১১ জন ক্রু ছিলেন বলে জানা গেছে। আজ সোমবার (০৩ এপ্রিল) ওই কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ছিনতাইকারীরা জাহাজটি উপকূলের দিকে নিয়ে গেছে। আব্দিরিজাক মোহামেদ দিরির নামে ওই কর্মকর্তা বলেন, আমরা ধারণা করছি সোমালিয়ার ছিনতাইকারীরা ভারতের একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করে সেটি উপকূলের দিকে নিয়ে গেছে।
জানা যায়, গত ১ এপ্রিল (শনিবার) জাহাজটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ‘আল কুশর’ নামে জাহাজটি দুবাই থেকে ইয়েমেনের আল মুকালা বন্দরে যাওয়ার পথে সোমালি ছিনতাইকারীর কবলে পড়ে। বিষয়টি টের পেয়ে এর নাবিক আগেই দুবাই কর্তৃপক্ষকে বিষয়টি জানান।ঘটনার দুইদিন পার হলেও এ বিষয়ে পরবর্তী কোনো তথ্য জানা যায়নি।