News71.com
 International
 03 Apr 17, 04:30 PM
 218           
 0
 03 Apr 17, 04:30 PM

চীনের আনহুইয়ে কারখানায় বিস্ফোরণে ৫ জনের মৃত্যু, আহত ৩।।

চীনের আনহুইয়ে কারখানায় বিস্ফোরণে ৫ জনের মৃত্যু, আহত ৩।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে গতকাল রোববার বিকেলে এক অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু ও অপর ৩ জন আহত হয়েছে। নগরীর গণসংযোগ কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় গতকাল রোববার বিকেল ৫টা ২০ মিনিটে আনকিং নগরীর ওয়ানহুয়া তেল কোম্পানির একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। অগ্নিকাণ্ডের ৩ ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর ৫ জন সেখানে আটকা পড়ে।

তবে আজ সোমবার ভোরে ৫ জনের সকলকেই মৃত অবস্থায় পাওয়া গেছে সেখানে। উদ্ধারকৃতদের মধ্যে ২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সামান্য আহত হওয়া অপর ১ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন