আন্তর্জাতিক ডেস্ক : সার্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ভুচিস। গতকাল রবিবার (২ এপ্রিল) নির্বাচনের ফলে দেখা যায়, তিনি ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাসা জঙ্কোভিচ পেয়েছেন মাত্র ১৪ শতাংশ ভোট। আর জুবিসা প্রিলিতাসেভিস পেয়েছেন ৯ শতাংশ ভোট। তবে ভুচিসের বিরুদ্ধে নির্বাচনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। গত ২০১৪ সালে তার দল ন্যাশনালিস্ট প্রগ্রেসিভ পার্টি বিশাল জয় পাওয়ার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। সর্বশেষ নির্বাচনী ক্যাম্পেইনে সার্বিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর ঘোষণা দেন তিনি।
জয়ের পর ভুচিস বলেন, মানুষ তাকে সমর্থন দিয়েছেন এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ব্যাপারে উৎসাহ দিয়েছেন। তিনি বলেন, ‘আমার জন্য এই জয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ জনগণের এই সমর্থনে আমরা বুঝতে পারছি তারা চান যেন সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় এবং একইসঙ্গে রাশিয়া ও চীনের সঙ্গে বন্ধুত্বও অটুট থাকে।’ উল্লেখ্য, ৯০ দশকের মেষ দিকে জাতীয়তাবাদী প্রেসিডেন্টে স্লোবোদানের অধীনে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে ২০০৮ সালে সেই দলত্যাগ করে আসেন এবং প্রগ্রেসিভ পার্টি গঠনে সহায়তা করেন। ২০১২ সালে এপিকে দেওয়া সাক্ষাতাকারে তিনি বলেছিলেন, ‘আমি এটা গোপন করি না যে আমি বদলেছি। আমি এটা নিয়ে গর্বিত।’