News71.com
 International
 03 Apr 17, 12:06 PM
 261           
 0
 03 Apr 17, 12:06 PM

নিউইয়র্কে বাংলা স্কুল চালু করলো বাংলাদেশ সোসাইটি......  

নিউইয়র্কে বাংলা স্কুল চালু করলো বাংলাদেশ সোসাইটি......     

 

নিউজ ডেস্কঃ প্রবাসে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের বাংলা ভাষা এবং সংস্কৃতি শিক্ষার প্রত্যয়ে আবারো বাংলা স্কুল চালু করেছে নিউইয়র্কে বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটি। বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের ব্রুকলিনে নোয়াখালী সোসাইটি ভবনে প্রতি রবিবার বিকেলে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বাংলা স্কুলের কার্যক্রম। স্থানীয় সময় গত শনিবার বিপুল শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শুভানুধ্যায়ীর উপস্থিতিতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাংলা স্কুলের উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ।

বাংলাদেশ সোসাইটির প্রচার ও গণসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ জানান, ব্রুকলিনে বাংলা স্কুলের শিক্ষিকার দায়িত্ব নিয়েছেন ফারজিন রাকিবা কবির। কুইন্সে বাংলাদেশ সোসাইটির নিজস্ব ভবনেও বাংলা স্কুল চালুর লক্ষে ইতিমধ্যে ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কস এবং ম্যানহাটানেও বাংলা স্কুল চালু করা হবে। নতুন প্রজন্মের মাঝে বাংলা শেখার ব্যাপক আগ্রহ রয়েছে বলে রিজু মোহাম্মদ জানান।

ব্রুকলিনে বাংলা স্কুল উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তফা কামাল পাশা বাবুল ও  এমদাদুল হক কামাল, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ -সভাপতি আব্দুর রাহিম হাওলাদার, সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য মাইনুল উদ্দিন মাহবুব ও মোহাম্মদ আজাদ বাকির, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজু মিয়া, নোয়াখালী সোসাইটির সাবেক কর্মকর্তা নজির ভ্যাণ্ডারী, বিশিষ্ট রাজনীতিবিদ ও লেখক শামসুদ্দিন আজাদ, চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সাবেক সদস্য সিরাজুল হক জামাল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ কাইয়ুম, মো. মনির, জাকির হোসাইন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন