আন্তর্জাতিক ডেস্কঃ জলবায়ু পরিবর্তন ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে ভারত সরকারের বিরুদ্ধে আদালতে মামলা দিয়েছে ৯ বছরের এক মেয়ে। দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের মেয়ে রিদিমা পাণ্ডে মামলাটি করেছে। নিজেকে ‘সহানুভূতিশীল শিশু’ দাবি করে মেয়েটি জানায়, সে চায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার সরকার পৃথিবীকে সংরক্ষণ করুক। উল্লেখ্য,৩ বছর ধরে ভারী বৃষ্টি, বন্যা এবং ঘন ঘন ভূমিধসের কারণে উত্তরাখণ্ডে কয়েক হাজার মানুষ মারা গেছে।
রিদিমার যুক্তি বিশ্বের তৃতীয় কার্বন নিঃসরণকারী দেশ ভারত জলবায়ু বিষয়ে স্বাক্ষর করা প্যারিস চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। আগামী দিনে জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে পানি সমস্যার সৃষ্টি হবে এবং বড় ধরনের স্বাস্থ্যসঙ্কট তৈরি হবে বলে এর আগে জানিয়েছিল বিশ্বব্যাংক।