News71.com
 International
 03 Apr 17, 11:33 AM
 234           
 0
 03 Apr 17, 11:33 AM

আইএস মসুলের বেসামরিক লোকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে

আইএস মসুলের বেসামরিক লোকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে

আন্তর্জাতিক ডেস্ক : মসুলে ইরাকি বাহিনী ও মার্কিন নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াইয়ে বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস। আজ সোমবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীর হেলিকপ্টারে থেকে প্রতিবেদন করছে বিবিসি। বিবিসির প্রতিবেদন নাফিসেহ কুনাভার্দ আইএস জঙ্গিদের বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালেও মসুলে বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছিল জঙ্গিরা। জাতিসংঘ জানিয়েছিল, চলমান সংঘাতে মসুলে প্রায় পনের লাখ মানুষ আটকা পড়েছেন। নিজেদের বাঁচাতে আটকে পড়া মানুষদের একটা উল্লেখযোগ্য অংশকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা। গত ২০১৪ সালের জুনে আইএস জঙ্গিরা মসুল নগরী দখল করে নেয়। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই নগরীতে প্রায় ১৫ লাখ মানুষ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন