আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সাহায্য থাকুক বা না থাকুক, উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির সমাধান একাই করবে যুক্তরাষ্ট্র এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, ‘চীন যদি উত্তর কোরিয়া সমস্যার সমাধান করতে এগিয়ে না আসে তাহলে আমরাই করবো। এটি আপনাদের নিশ্চিত করছি আমি। এছাড়া একা এই চেষ্টায় সফল হবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, পুরোপুরি। চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র ভ্রমণকে সামনে রেখে এমন বক্তব্য দিলেন ট্রাম্প।
ট্রাম্প আরো জানান,উত্তর কোরিয়ার উপর চীনের ব্যাপক প্রভাব রয়েছে এবং উত্তর কোরিয়া ইস্যুতে চীন হয় আমাদের সাথে কাজ করবে অথবা করবে না। যদি তারা আমাদের সাথে কাজ করে তাহলে সেটি তাদের জন্য ভালো হবে। আর যদি না করে তাহলে এটি কারও জন্যেই ভালো হবে না। উত্তর কোরিয়ার চলমান হুমকি মোকাবেলায় একতরফা পদক্ষেপে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি নিয়ে আমাকে আর কিছু বলতে হবে না। পুরোপুরিভাবেই আমরা তা সমাধানের চেষ্টা চালাবো। তবে কি ধরনের পদক্ষেপ নেয়া হবে সে সম্পর্কে স্পষ্ট করে কিছুই বলেননি তিনি।