আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন একটি রুশ টেলিভিশন নেটওয়ার্ক ও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিক হিসেবে প্রাপ্ত অর্থের হিসাব প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন।গত শনিবার হোয়াইট হাউসের প্রকাশিত দলিলে এমনটা বলা হয়েছে।
৩১ মার্চ প্রকাশিত ফ্লিন স্বাক্ষরিত আর্থিক বিবরণীতে উল্লেখ করা হয়েছে, তিনি বক্তৃতা-বাবদ ক্রেমলিনের অনুদানপ্রাপ্ত আরটি ও ভলগা-দনিয়েপা বিমানসংস্থাসহ আরো কিছু রুশ সংস্থার কাছ থেকে অর্থ নিয়েছেন।
শনিবার সশরীরে হোয়াইট হাউসে হাজির হয়ে আয়-বিবরণী জমা দেন ফ্লিন। এর আগে ২১ ফেব্রুয়ারি ফ্লিনের স্বাক্ষর করা তার আয়ের বিবরণী প্রকাশ করা হয়। কিন্তু তাতে রাশিয়ার প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্ত অর্থের বিষয়ে কিছু বলা হয়নি।
রুশ প্রতিষ্ঠানগুলো ফ্লিনকে কী পরিমাণ অর্থ দিয়েছিল, তা বিবরণীতে উল্লেখ করা হয়নি। তবে তার বক্তব্যের বিষয় উল্লেখ করা হয়েছে। ‘ভতুর্কির উৎস বছরে ৫ হাজার ডলার ছাড়িয়েছে’- এই শিরোনামের ওপর তিনি বক্তব্য দেন। ১১ ফেব্রুয়ারি প্রকাশিত ফ্লিনের ইলেক্ট্রনিক স্বাক্ষরযুক্ত বিবরণীতে বক্তব্যগুলো তুলে ধরা হয়নি। তবে শনিবার হোয়াইট হাউস সেই বক্তব্যগুলো প্রকাশ করেছে।
আর্থিক বিবরণীর এই গরমিল ফ্লিনের জন্য নতুন আইনি সমস্যা সৃষ্টি করল। প্রাক্তন এই জেনারেল পদ গ্রহণের মাত্র ২৪ দিনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হন। অভিযোগ ছিল, রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে সাক্ষাতের বিষয়টি তিনি গোপন করেছেন।
গত বৃহষ্পতিবার ফ্লিনের আইনজীবী বরার্ট কেলনার জানান, কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির কাছে মুখ খুলতে রাজি তিনি (ফ্লিন), যদি তাকে আইনগত দিক থেকে দায় মুক্তি দেওয়া হয়।
মস্কোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে আলোচনার বিষয়টি প্রকাশ করতে ব্যর্থ হওয়া এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ভুল পথে চালিত করায় ১৩ ফেব্রুয়ারি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই অভিযোগ ওঠে, রাশিয়া ডেমোক্র্যাটদের সার্ভার হ্যাক করে তথ্য ফাঁস করে ট্রাম্পকে জয়ী হতে সহায়তা করেছে। রাশিয়া তা সম্পূর্ণ অস্বীকার করেছে। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে।