আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ১০ বছরের পুরোনো ফেরারি ব্যান্ড্রের লাল রঙের একটি প্রাইভেটকার প্রায় ৩ লাখ ডলারে নিলামে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিলাম প্রতিষ্ঠান অকশানস আমেরিকা শনিবার ফেরারি এফ-৪৩০ মডেলের গাড়িটি নিলামে তোলে। প্রেসিডেন্ট ট্রাম্প এক সময়ে এর মালিক থাকায় এবং তার স্মৃতিবিজড়িত হওয়ায় স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়েছে এটি।
অকশানস আমেরিকার মুখপাত্র অ্যামি ক্রিস্টি জানিয়েছেন, কোনো সেলেব্রিটির স্মৃতিবিজড়িত না হলে একই মডেলের গাড়ি মাইলেজ ও অন্যান্য সুবিধার বিবেচনায় ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৭৫ হাজার ডলারে বিক্রি হয়। কিন্তু ট্রাম্পের স্মৃতিবিজড়িত হওয়ায় নিলামে তোলা গাড়িটি বিক্রি হয়েছে ২ লাখ ৭০ হাজার ডলারে। তবে ক্রেতার নাম বলেননি তিনি।
মিয়ামি থেকে ৫০ কিলোমিটার উত্তরে ফোর্ট লডারডেলে একটি কনভেনশন সেন্টারে ২০০৭ সালে তৈরি ফেরারি এফ-৪৩০ মডেলের গাড়িটির দাম হাঁকানো হয় নিলামে। গাড়িপ্রেমী ও ট্রাম্পের সমর্থকরা সেখানে ভিড় করে। নিউ ইর্য়কের ধনাঢ্য আসাবন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প নিজের ব্যবহারের জন্য ফেরারি এফ-৪৩০ মডেলের গাড়িটি কেনেন। চার বছর ব্যবহার করার পর বিক্রি করে দেন সেটি। ট্রাম্পের মালিকাধীন থাকা অবস্থায় গাড়িটি ২ হাজার ৪০০ মাইল পথ পাড়ি দিয়েছে।