News71.com
 International
 02 Apr 17, 11:55 PM
 248           
 0
 02 Apr 17, 11:55 PM

শুধুমাত্র ২০১৬ সালে যুক্তরাজ্যকে ৩ কোটি ৬৪ লাখ পাউন্ড কর পরিশোধ করেছে গুগল।।

শুধুমাত্র ২০১৬ সালে যুক্তরাজ্যকে ৩ কোটি ৬৪ লাখ পাউন্ড কর পরিশোধ করেছে গুগল।।

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৬ সালে যুক্তরাজ্যকে প্রায় ৩ কোটি ৬৪ লাখ পাউন্ড করপোরেট কর দিয়েছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট ‍গুগল। গুগলের সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুনে শেষ হওয়া ২০১৬ অর্থবছরের ১২ মাসে ব্রিটেনে গুগলের মোট আয় ১০৩ কোটি পাউন্ড। আর কর পরিশোধপূর্ব মুনাফা ১৪ কোটি ৯০ লাখ পাউন্ড।

যুক্তরাজ্যে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো গুগলও করপোরেট কর নিয়ে বেশ চাপে আছে। এমনকি দেশটির বিরোধী লেবার পার্টির অভিযোগ, গুগল যথার্থ পরিমাণ কর পরিশোধ করছে না। এছাড়া গুগলের ওই আর্থিক প্রতিবেদনে আরো বলা হয় যে, গত বছর তারা ৬০০ নতুন কর্মী নিয়োগ দেয়। এর ফলে দেশটিতে তাদের কর্মী সংখ্যা ৩ হাজারে দাঁড়িয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন