News71.com
 International
 02 Apr 17, 10:47 PM
 174           
 0
 02 Apr 17, 10:47 PM

ভারতের অরুণাচলে রেলপথ না বানাতে হুঁশিয়ারি দিয়েছে চীনের.....

ভারতের অরুণাচলে রেলপথ না বানাতে হুঁশিয়ারি দিয়েছে চীনের.....

আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে তার অরুণাচল রাজ্যে রেলপথ না বানাতে হুঁশিয়ারি দিয়েছে চীন। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের অনেকাংশ অমীমাংসিত উল্লেখ করে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তাওয়াং জেলায় ভারত একতরফা রেলপথ তৈরির চেষ্টা করলে ফল ভালো হবে না।

অরুণাচলের তাওয়াং সীমান্ত চীন এবং ভারতের মধ্যে অমীমাংসিত অঞ্চলগুলোর একটি। এখানে রয়েছে দুদেশের সীমানা নিয়ে বিরোধ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তারা আশা করছেন ভারত সতর্ক হবে, সংযম দেখাবে এবং কোনো রকম একতরফা পদক্ষেপ থেকে বিরত থাকবে। নয়তো পরিস্থিতি আরও জটিল হতে পারে।

১৯৬২ সালের যুদ্ধে তাওয়াংসহ অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকায় ঢুকে পড়েছিল চীনা বাহিনী। পরে চীন সৈন্য প্রত্যাহার করে নেয়। অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ অংশকে চীন দক্ষিণ তিব্বত বলে দাবি করে। তাই তাওয়াং-কে ভারত নিজের রেল মানচিত্রের অন্তর্ভুক্ত করার কথা ভাবতেই আপত্তি তুলতে শুরু করেছে এশিয়ার ক্ষমতাধর এই দেশটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন