News71.com
 International
 02 Apr 17, 10:42 PM
 163           
 0
 02 Apr 17, 10:42 PM

কিডনিতে পাথর হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের

কিডনিতে পাথর হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের

আন্তর্জাতিক ডেস্ক : পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কিডনিতে পাথর ধরা পড়েছে। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে এ খবর। নওয়াজের মেয়ে মরিয়ম শরিফ জানিয়েছেন এ কথা। পেটে সামান্য ব্যথা হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে মেডিক্যাল চেক আপের জন্য যান পাক প্রধানমন্ত্রী। সিটি স্ক্যানে জানা যায়, তাঁর বাঁ কিডনিতে পাথর তৈরি হয়েছে।

তবে যাঁরা তাঁর বাবার অসুস্থতা নিয়ে গুজব ছড়াচ্ছেন, তাঁদের দুষেছেন মরিয়ম। জানিয়েছেন, সংবাদমাধ্যমে যতই রোমহর্ষক খবর ছড়াক, আসল কথা হল, তাঁর বাবা ভাল আছেন। চিকিৎসকরা তাঁকে বাড়ি যেতে দিয়েছেন, বলেছেন, খাওয়াদাওয়ায় কিছু নিয়মকানুন মেনে চলতে। তবে যদি জলপানের মাধ্যমে ওই পাথর বেরিয়ে না আসে, তবে অন্যভাবে তা বার করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পাকিস্তানের তথ্য প্রতিমন্ত্রী মরিয়ম ঔরঙ্গজেবও জানিয়েছেন, ভাল আছেন পাক প্রধানমন্ত্রী। তিনি ২০১৮-র মধ্যে সব প্রকল্পের কাজ শেষ করতে চান, তাই ক্লান্তিহীনভাবে কাজ করে চলেছেন। সে জন্যই কিছুটা চাপের মধ্যে রয়েছেন বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন। এ নিয়ে এক বছরে দু’বার অসুস্থ হয়ে পড়লেন শরিফ। গত বছর মে মাসে লন্ডনে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন