আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরের উন্নয়ন ও মানুষের স্বার্থে সন্ত্রাসবাদ ও পর্যটনের মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে হবে। গত চার দশকের রক্তপাতে কারও লাভ হয়নি। আজ উধমপুরে এক জনসভায় উপত্যকার তরুণদের উদ্দেশে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দেশের দীর্ঘতম সুড়ঙ্গপথ উদ্বোধনের পর জনসভায় মোদী বলেছেন, ‘কাশ্মীরের বিপথগামী তরুণদের আমি বলতে চাই, পাথরের শক্তি বুঝতে শেখো।
তিনি বলেন কাশ্মীরের একদল তরুণ যখন পাথর ছোঁড়ে, তখন অপর একদল তরুণ সেই পাথর দিয়েই পরিকাঠামো গড়ে তুলছে। তোমাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য দুটো পথ আছে। একটা পর্যটন এবং অপর পথ সন্ত্রাসবাদ। গত ৪০ বছর ধরে আমার উপত্যকা রক্তাক্ত হয়েছে। এই রক্তপাতে কারও লাভ হয়নি। সুফি সংস্কৃতির অমূল্য ঐতিহ্য মেনে না চললে তোমাদের বর্তমান ও ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।’
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ‘কাশ্মীরিয়ত, গণতন্ত্র ও মানবিকতা’ স্লোগান মনে করিয়ে দিয়ে মোদী বলেছেন, কাশ্মীরকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। কোনও বাধাই তাঁদের থামাতে পারবে না। পাকিস্তানের উদ্দেশে প্রধানমন্ত্রীর কটাক্ষ, তারা নিজেদেরই খেয়াল রাখতে পারে না।