News71.com
 International
 02 Apr 17, 08:42 PM
 174           
 0
 02 Apr 17, 08:42 PM

কলম্বিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৬০ ।। এখনও নিখোঁজ দুই শতাধিক......

কলম্বিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৬০ ।। এখনও নিখোঁজ দুই শতাধিক......

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় মোকোয়া শহরে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৬০ ছাড়িয়েছে। আরো দুই শতাধিক নিখোঁজ মানুষের খোজে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করছে। উদ্ধারকাজে ১১০০ সেনা নিয়োজিত রয়েছে। ভারীবর্ষণে কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোকোয়া শহরে পাথর ও কাদায় ভূমিধসের সৃষ্টি হয়। কিছু কিছু জায়গায় পুরো এলাকা ভূমিধসে ঢাকা পড়ে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৪০০ জন আহত হয়েছে, নিখোঁজ রয়েছে আরো ২শতাধিক মানুষ। কলম্বিয়া রেডক্রসের স্বেচ্ছাসেবীরা জানিয়েছে নিহতের সংখ্যা ২০০ ও বেশি।

এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ওই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উদ্ধার তৎপরতা প্রত্যক্ষ করতে ঘটনাস্থলে ছুটে গেছেন তিনি। সদ্য শান্তিতে নোবেলজয়ী প্রেসিডেন্ট বলেন, মানুষকে সাহায্য করতে আমাদের সামর্থ্যর সর্বোচ্চটাই দেয়ার চেষ্টা করবো। এই দুর্যোগে আমার হৃদয় ভেঙে গেছে। কলম্বিয়ার বিমানবাহিনী উদ্ধার সরঞ্জাম, পানি ও ঔষধ নিয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন