আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলীয় শাংজি প্রদেশে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে নয়জন। এসময় আহত হয়েছে আরো অন্তত ৬ জন। আজ রবিবার (২ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি অনলাইন। জানা যায়, মজুত করা অবৈধ বিস্ফোরক থেকে এ বিস্ফোরণ হয়ে থাকতে পারে ধারণা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ঘটনাস্থলে এখনও উদ্ধারাভিযান ও তল্লাশি চালানো হচ্ছে।
চীনে আবাসিক এলাকায় শিল্পকরখানা গড়ে ওঠেছে। প্রায় এসব এলাকায় বিস্ফোরণ হয়ে থাকে। চীনে শিল্পকরখানার নিরাপত্তা নিয়ে অনেক অভিযোগ রয়েছে।প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে শাংজি প্রদেশের পাশে এক বিস্ফোরণে ১৪ জন নিহত হন। মজুত করা অবৈধ বিস্ফোরক থেকে ওই বিস্ফোরণ হয়েছিল। গত অক্টোবরের ওই দুর্ঘটনার পর বিস্ফোরক উৎপাদন ও মজুতের ওপর বড় পরিসরে তদন্ত শুরু করে চীনা সরকার। শাংজি প্রদেশে অসংখ্য কয়লাভিত্তিক ইন্ডাস্ট্রি রয়েছে। এগুলোতে প্রচুর বিস্ফোরক ব্যবহৃত হয়ে থাকে।