News71.com
 International
 02 Apr 17, 06:34 PM
 179           
 0
 02 Apr 17, 06:34 PM

বিশ্বের ২৩ কোটি বিপদগ্রস্ত শিশুকে বাঁচাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী কৈলাশ সত্যার্থী.....

বিশ্বের ২৩ কোটি বিপদগ্রস্ত শিশুকে বাঁচাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী কৈলাশ সত্যার্থী.....

 

নিউজ ডেস্কঃ সারাবিশ্বে ২৩ কোটি শিশু সংঘাতপূর্ণ এলাকায় বসবাস করছে জানিয়ে তাদের বাঁচানোর জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ও ভারতের শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থী। আজ রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ সম্মেলনে সাধারণ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘রিড্রেসিং ইনইকুয়েলিটিজ: ডেলিভারিং অন ডিগনিটি অ্যান্ড ওয়েল বিয়িং ফর অল’ (বৈষম্যের প্রতিকার: সবার জন্য মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা)। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই সাধারণ আলোচনায় আরও ছিলেন আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং প্রমুখ।

কৈলাশ সত্যার্থী বলেন, ওই ২৩ কোটি শিশুদের জীবন ও শিক্ষা বিপদগ্রস্ত। যৌথভাবে এর সমাধান আমাদের দায়িত্ব। টেকসই উন্নয়নে এর জন্য ফ্রেম ওয়ার্ক দরকার। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো এই বিপদগ্রস্ত শিশুদের বাঁচানোর জন্য এগিয়ে আসুন। এখনই সময়, এই ঢাকা থেকেই আমাদের শিশুদের জন্য কিছু করার বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে। সহানুভূতি সারাবিশ্বে ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, সারাবিশ্বে সব শিশুর শিক্ষা নিশ্চিত করার জন্য মাত্র ২২ বিলিয়ন ডলার প্রয়োজন। যা মাত্র ৩ দশমিক ৫ দিনের সামরিক ব্যায়ের সমান। আমি বিশ্বাস করি না এই অর্থ ব্যায় করার ক্ষমতা বিশ্বের নেই। তাই এখান থেকেই প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত শিশুদের কল্যাণে কাজ করার জন্য। বিশেষ করে শিল্পে উন্নত ও উন্নত দেশগুলোর শিশু কল্যাণে নেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রয়োজন। অনেকটা আক্ষেপের সঙ্গে শান্তিতে নোবেলজয়ী এই শিশু অধিকারকর্মী বলেন, আমরা যখন এই সম্মেলন করছি তখন ২৭০ মিলিয়ন শিশু স্কুলে যেতে পারছে না। ২১ মিলিয়ন মানুষ বিক্রি হয়ে শ্রম দাসে পরিণত হয়েছেন। এটা মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন