News71.com
 International
 02 Apr 17, 06:33 PM
 193           
 0
 02 Apr 17, 06:33 PM

আটলান্টিক মহাসাগর থেকে ২২ নাবিকসহ দক্ষিণ কোরীয় জাহাজ উধাও।।

আটলান্টিক মহাসাগর থেকে ২২ নাবিকসহ দক্ষিণ কোরীয় জাহাজ উধাও।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আটলান্টিক মহাসাগরে ২২ জন নাবিকসহ একটি দক্ষিণ কোরীয় মালবাহী জাহাজ উধাও হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।।স্থানীয় বরাত দিয়ে সুত্র জানিয়েছে, তীর থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থানকালে সবশেষ জাহাজটির সঙ্গে যোগাযোগ হয়। এর কিছুক্ষণ পর থেকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে থাকা দক্ষিণ কোরিয়ার ওই মালবাহী জাহাজটির কোনো হদিস পাওয়া যাচ্ছে না। জাহাজটিতে থাকা ২২ নাবিক এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সুত্র জানিয়েছে, গতকাল শনিবার জীবন রক্ষাকারী একটি রাবারের ডিঙি থেকে ওই জাহাজের দুই ফিলিপিনো নাবিককে উদ্ধার করা হয়, কিন্তু ওই এলাকায় পাওয়া জাহাজটির অন্যান্য লাইফবোট ও রাবারের ডিঙিগুলো খালি ছিল।

তবে সিউল থেকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ওই ২২ জনের খোঁজে একটি তল্লাশি অভিযান শুরু চলমান' নিখোঁজ নাবিকদের মধ্যে ১৪ জন ফিলিপিনো এবং আট জন দক্ষিণ কোরীয় বলে নিশ্চিত করেছেন তিনি। এছাড়া তল্লাশি ও উদ্ধারকাজে সহায়তা করার জন্য ব্রাজিল ও উরুগুয়েকে অনুরোধ জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

উল্লেখ্য, স্টেলার ডেইজি নামের খনিজ আকরিক বহনকারী ওই জাহাজটি দক্ষিণ কোরিয়ার বুসান-ভিত্তিক পোলারিস শিপিং কোম্পানির। ব্রাজিল থেকে লোহার আকরিক নিয়ে স্টেলার ডেইজি চীনের পথে রওয়ানা হয়েছিল। গত শুক্রবার জাহাজটি থেকে পরিচালনা কর্তৃপক্ষ পোলারিস শিপিংয়ের কাছে একটি সঙ্কট বার্তা পাঠানো হয়েছিল বলে জানিয়েছে। ওই দিন জাহাজটির এক নাবিকের কাছ থেকে পোলারিসে আসা সর্বশেষ বার্তায় বলা হয়েছিল, বাম পাশ ফুটো হয়ে জাহাজটি দ্রুত পানিতে তলিয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন