News71.com
 International
 02 Apr 17, 06:28 PM
 180           
 0
 02 Apr 17, 06:28 PM

ভারতীয় ছয় মাদক পাচারকারীকে আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী

ভারতীয় ছয় মাদক পাচারকারীকে আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় ছয় মাদক পাচারকারীকে আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। রবিবার (২ এপ্রিল) শ্রীলঙ্কা নৌবাহিনী এক মুখপাত্র একথা জানান। তিনি বলেন , এরা দু দেশের মধ্যবর্তী জলসীমার সরু পথ দিয়ে ১৩.৫ কিলোগ্রাম হেরোইন পাচারের চেষ্টা করছিল।

শ্রীলঙ্কান নৌবাহিনীর মুখপাত্র চামিন্দা ওয়ালাকুলুগে বলেন, সন্দেহভাজনরা জেলের ছদ্মবেশ ধরেছিল।

প্রসঙ্গত, ২০১৪ সালে শ্রীলঙ্কা মাদক পাচারের দায়ে পাঁচ ভারতীয় জেলের মৃত্যুদন্ড দেয়। কিন্তু পরে তাদের ভারতের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও গত মাসে উভয় দেশের জলসীমায় একজন ভারতীয় জেলের হত্যাকে কেন্দ্র করে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুতে ব্যাপক বিক্ষোভ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন