আন্তর্জাতিক ডেস্ক : চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে ২৪ ও ৩০ মার্চের মধ্যে নতুন করে ছয় জন এইচ৭এন৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। রবিবার (২ এপ্রিল) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
প্রাদেশিক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, একজন ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
এতে বলা হয়েছে, প্রদেশটির অনেক অঞ্চলে ঠান্ডা ও মেঘলা আবহাওয়ায় এই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে।প্রসঙ্গত, ১৭ মার্চ থেকে চাংশার প্রাদেশিক রাজধানীতে হাঁস-মুরগির ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে। ২১ দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।