News71.com
 International
 02 Apr 17, 05:50 PM
 163           
 0
 02 Apr 17, 05:50 PM

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ তালেবান জঙ্গি নিহত।।

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ তালেবান জঙ্গি নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশের একটি জেলা সদর দফতরে গতকাল শনিবার রাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ তালেবান জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালালে এ ঘটনা ঘটে। আজ রবিবার পুলিশ একথা জানিয়েছে।

ওই অঞ্চলের ৮০৮ স্পিন জার পুলিশ জোনের কমান্ডার জেনারেল শির আজিজ কামাওয়াল বলেন, ‘মাঝরাতে মধ্যাঞ্চলীয় দারকাদ জেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর বেশ কয়েকজন জঙ্গি হামলা চালায়। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের প্রতিহত করে। এ সময় উভয়পক্ষের মধ্যে তুমুল লড়াই বেঁধে যায়। কয়েক ঘণ্টা এ লড়াই স্থায়ী হয়। এতে ১০ জঙ্গি নিহত হয়েছে। ’তিনি আরও জানান, তাজিকিস্তান সীমান্তে এই সংঘর্ষে ৩ পুলিশ ও ৯ জঙ্গি আহত হয়েছে।

এই ঘটনায় বেশ কয়েকটি নিরাপত্তা টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কাবুল থেকে ২৪৫ কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন