আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সারগোদা শহরের এক মাজারের খাদেমের হাতে নারীভক্তসহ ২০ ব্যাক্তি খুন হয়েছে। এসময় আরো ৩ জন আহত হয়েছেন। গত শুক্রবার (২ এপ্রিল) রাতে সারগোদা শহরের আলি আহমদ গুজ্জরের মাজারে এ ঘটনা ঘটে। খাদেম ওয়াহেদ লাহোরের বাসিন্দা এবং সে পাকিস্তানের নির্বাচন কমিশনে চাকরি করে। সারগোদার ডেপুটি কমিশনার লিয়াকত আলি চাট্টা জানিয়েছেন, সারগোদার জেলা হাসপাতালে ভর্তি হওয়া আহত এক নারী প্রথম এই হত্যাকান্ডের খবর দেন।
ওই নারী পুলিশকে জানিয়েছেন, খাদেম ওয়াহেদ তার ভক্তদের ফোন করে মাজারে আসতে বলেন। পরে তাদেরকে একজন একজন করে তার কক্ষে ডেকে পাঠান। সেখানে তাদেরকে মাদকজাতীয় দ্রব্য সেবন করান এবং তাদেরকে নগ্ন হওয়া নির্দেশ দেন। পরে তাদেরকে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ ওই নারীর কাছ থেকে বিষয়টি জানতে পারার পর দ্রুত ওই মাজারে ছুটে যায় এবং ওয়াহেদ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে প্রথমে তিন নারী ও ১৬ পুলিশের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আরো একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।