News71.com
 International
 02 Apr 17, 10:28 AM
 244           
 0
 02 Apr 17, 10:28 AM

কলম্বিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি সংখ্যা ২০৬ ।। প্রেসিডেন্টের দূর্গত এলাকা পরিদর্শন শেষে জরুরী অবস্থা ঘোষনা

কলম্বিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি সংখ্যা ২০৬ ।। প্রেসিডেন্টের দূর্গত এলাকা পরিদর্শন শেষে জরুরী অবস্থা ঘোষনা

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২০৬ জনে দাঁড়িয়েছে। টানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে কাদাপানি ভাসিয়ে নিয়ে গেছে পুটুমায়ো প্রদেশের অসংখ্য বাড়িঘর। এ ঘটনায় নিহত হয়েছে ২০৬, আহত হয়েছেন ২২০ জন। রেডক্রসের তথ্য অনুযায়ী নিখোঁজ রয়েছে অন্তত ২২০ জন।

কলম্বিয়ার দায়িত্বশীল একজন সেনা কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় হাসপাতালগুলো চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যানটোস আক্রান্ত এলাকা পরিদর্শন শেষে জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, দুর্যোগকালীন জাতীয় জরুরি অবস্থায় সেনা মোতায়েন করা হয়েছে। এর আগে দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে আহতের সংখ্যা ১৯০ জন।

কলম্বিয়ায় ভূমিধসখারাপ আবহাওয়া ও ধ্বংসূস্তুপের জন্য উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির উদ্ধারকর্মীরা। উদ্ধারকাজে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তা জানান, পুটুমায়োর সব ধরণের ৮০ শতাংশ যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজও ভাসিয়ে নিয়ে গেছে কাদাপানি।

দেশটির প্রাদেশিক রাজধানী মোকোয়ার রাজ্যপাল জোসে অ্যান্তোনিও ক্যাস্ত্রো ক্যারাকোল রেডিওকে বলেছেন, আক্রান্ত শহরটি সম্পূর্নরুপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বিধ্বস্ত।তিনি জানান, টানা বৃষ্টিতে মোকোয়া নদী ও এর তিনটি উপনদীর কাদামাটি এ বিপর্যয় ঘটিয়েছে। আশপাশের ১৭ টি এলাকাও আক্রান্ত হয়েছে। এমনকি বাড়ির ছাদ সমান উঁচু কাদাস্রোত ধ্বংস করেছে তার নিজের বাড়িও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন