News71.com
 International
 02 Apr 17, 12:26 AM
 228           
 0
 02 Apr 17, 12:26 AM

কলম্বিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১২ ।। উদ্ধার অভিযান চলছে, হতাহতের সংখ্যা বাড়বে....

কলম্বিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১২ ।। উদ্ধার অভিযান চলছে, হতাহতের সংখ্যা বাড়বে....

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। সঠিক পরিসংখ্যান নেই নিখোঁজের। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে কাদাপানি ভাসিয়ে নিয়ে গেছে পুটুমায়ো প্রদেশের অসংখ্য বাড়িঘর। কত মানুষ এখনও নিখোঁজ তার সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। দেশটির দায়িত্বশীল একজন সেনা কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় হাসপাতালগুলো চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যানটোস আক্রান্ত এলাকা পরিদর্শন করে বলেছেন, দুর্যোগকালীন জাতীয় জরুরি অবস্থায় সেনা মোতায়েন করা হয়েছে। এই মূহূর্তে মৃতের সংখ্যা বেড়ে ১১২ তে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। এর আগে মৃতের সংখ্যা ৯২ জন বলে জানিয়েছিলো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। নিখোঁজের প্রকৃত সংখ্যা এখনও নিরুপন করা সম্ভব হয়নি । তবে হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলবে ধারনা করছেন উদ্ধারকারিরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন