News71.com
 International
 01 Apr 17, 08:12 PM
 253           
 0
 01 Apr 17, 08:12 PM

ইন্দোনেশিয়ায় আকস্মিক ভূমিধসে ১১ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় আকস্মিক ভূমিধসে ১১ জনের প্রাণহানি

 

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় ইস্ট জাভা প্রদেশে আকস্মিক ভূমিধসে কমপক্ষে ১১ জনের প্রাণহানি ঘটেছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।আজ শনিবার (১ এপ্রিল) জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা সুতোপো পুরউ টেলিফোনে বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, পনোরোগো জেলার বানারান গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে ২৫ থেকে ৩০ বাড়ি মাটির নীচে চাপা পড়ে। আরো মৃত্যুর আশংকা করা হচ্ছে।

তিনি আরো জানান, সেখানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। সৈন্য, পুলিশ, স্থানীয় দুর্যোগ দপ্তরের কর্মী এবং স্বেচ্ছাসেবকরা এ অভিযানে অংশ নিয়েছে।সুতোপো জানান, ঘটনাস্থলে প্রবেশ অনেক কঠিন হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে জরুরিভাবে ভারী যন্ত্রপাতি প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন